Justin Ashik - (Chandpur)
প্রকাশ ২০/০৯/২০২১ ০২:৪০পি এম

ময়মনসিংহ মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এ হাসপাতালে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ সোমবার সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের তোফাজ্জল হোসেন (৫০), নান্দাইল উপজেলার আয়শা (৫০), ত্রিশালের গেনু খাতুন (৫৫) ও মুক্তাগাছার হালিমা (২৮)। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গ নিয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে করোনা ও এর উপসর্গ নিয়ে ৪৮২ এবং আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়।

মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে আজ সকাল পর্যন্ত নতুন ১৪ জন ভর্তিসহ মোট ৯৬ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন ১২ জন। এ ছাড়া গতকাল রোববার ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক শূন্য ২। এ নিয়ে জেলায় মোট ২১ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৯৯ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৮৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৮৮১ জন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ