KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ১৯/০৯/২০২১ ১১:২১পি এম

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার একশত ৬৭ জন

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার একশত ৬৭ জন
খুলনা জেলায় শনিবার সাত হাজার একশত ৬৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার পাঁচশত ৬৯ এবং মহিলা তিন হাজার পাঁচশত ৯৮ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার একশত ৯৭ জন এবং পাঁচটি উপজেলায় মোট তিন হাজার নয়শত ৭০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ৭৬ জন, বটিয়াঘাটায় চারশত ৬৮ জন, দিঘলিয়ায় দুইশত ৮৯ জন, ডুমুরিয়ায় পাঁচশত ৮৩ জন, ফুলতলায় চারশত ৮৬ জন, কয়রায় পাঁচশত ১২ জন, পাইকগাছায় আটশত ৪৪ জন, রূপসায় দুইশত ৪১ জন ও তেরখাদায় দুইশত ৬৯ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার তিনশত ৯৮ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার দুইশত ৯৯ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ