khairul Khandaker - (Tangail)
প্রকাশ ১৭/০৯/২০২১ ০১:৪১এ এম

অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী কে দেখতে হাসপাতালে বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী

অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী কে দেখতে হাসপাতালে বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী
মুক্তিযুদ্ধের কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম একজন শ্রদ্ধা-সম্মান ও ভালবাসার নাম, একজন স্নেহশীল অবিভাবকের নাম, একটি আস্থা ও বিশ্বাস এর নাম, একজন পরম উপকারী বন্ধুর নাম।

জানা যায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পেটে ব্যাথা শুরু হলে তাকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হলে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পরে।

বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের চিকিৎসাধীন আছেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম শারিরীক অসুস্থতার কারনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খোঁজ খবর নিতে বড়ভাই তার রাজনৈতিক সহযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ও তার সহধর্মিণী লায়লা সিদ্দিকী ।

এই সময় আব্দুল লতিফ সিদ্দিকী বলেন আমার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ছিলেন একজন রাজনৈতিক নেতা।সাবেক সাংসদ বাসাইল-সখীপুর এবং প্রতিষ্ঠাতা সভাপতি কৃষক শ্রমিক জনতা লীগ। তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলে। আমি এবং আমার পরিবার বঙ্গবীরের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ